
এবিএনএ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশের মানুষ অতিথিপরায়ন। এ দেশের মানুষের অতিথিপরায়নতার কথা সর্বজনবিদিত। হাসিমুখে অনুপম এ আতিথেয়তাকে পর্যটন বিকাশের প্রথম আকর্ষণে পরিণত করে পর্যটনকে আমাদের সংস্কৃতির অংশে পরিণত করতে হবে। এ দেশের পাহাড়-নদী-সমুদ্র সমতল-ষড়ঋতু মানে প্রকৃতিকে ট্যুরিস্ট প্রোডাক্ট হিসেবে গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী ষষ্ঠ এশিয়ান ট্যুরিজম ফেয়ারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃব্যে তিনি এ কথা বলেন। রাশেদ খান মেনন বলেন, সরকার পরিকল্পিত পর্যটন উন্নয়নে ট্যুরিজম মাস্টারপ্ল্যান প্রণয়ন করেছে। এ প্ল্যান বাস্তবায়িত হলে পর্যটনের উল্লম্ফন ঘটবে।
মাসিক পর্যটন বিচিত্রার সম্পাদক মহিদউদ্দিন হেলালের সভাপতিত্বে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তৃতা করেন বিপিসির চেয়ারম্যান আখতারুজজামান খান কবির, বিটিবির প্রধান নির্বাহি কর্মকর্তা ড. মো. নাসির উদ্দিন প্রমুখ।
মেলায় ১২০টি স্টল আছে। প্রবেশ মূল্য-২০ টাকা। ছাত্রছাত্রীদের প্রবেশ ফ্রি।
Share this content: