ধর্মবাংলাদেশলিড নিউজ

২২ মে শবে বরাত

এ বি এন এ : সারাদেশের কোথায়ও আজ শনিবার চাঁদ দেখা না যাওয়ায় শাবান মাস শুরু হবে আগামী সোমবার থেকে। আর ২২ মে দিবাগত রাতে পালিত হবে শবে বরাত।

শনিবার ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ও চাঁদ দেখা কমিটির সভাপতি মো. আমজাদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ ২৯ রজব। কিন্তু আজ সারাদেশের কোথায়ও চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল ৮ মে ৩০ রজব পূর্ণ হবে। এ হিসাবে ৯ মে পহেলা শাবান মাস।

Share this content:

Related Articles

Back to top button