এবিএনএ : শিরোনাম পড়ে নিশ্চয়ই অবাক হচ্ছেন। অবাক হওয়ারই কথা। কারণ সিনে মহলে ‘কলকাতার রসগোল্লা’ বললে এত দিন একটা মুখই ভেসে উঠত। তিনি দেবশ্রী রায়। ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত ‘রক্তে লেখা’ ছবিতে দেবশ্রীর লিপে ‘কলকাতার রসগোল্লা’ গানটি তুমুল জনপ্রিয় হয়েছিল।
সে কারণেই দেবশ্রীকে ওই নামেই চিনত সিনে দুনিয়া। তবে এ বার নতুন এক ‘কলকাতার রসগোল্লা’ এলেন ইন্ডাস্ট্রিতে? এক বলাটা ভুল হল। বরং বলা ভালো একজোড়া ‘কলকাতার রসগোল্লা। সৌজন্যে দেবের আসন্ন ছবি ‘ককপিট’।
আসলে ‘ককপিট’-এ ওই গানটিকে রিক্রিয়েট করা হয়েছে। সেখানে পারফর্ম করেছেন দেব, কোয়েল ও রুক্মিণী। কোয়েলের আসল নাম যে রুক্মিণী, এ তথ্য বোধহয় অনেকেই জানেন না। ফলে এ গানে দু’জন রুক্মিণী রয়েছেন।