আমেরিকালিড নিউজ

টেক্সাসের হিউস্টন থেকে বন্যা কবলিত ২ হাজার মানুষকে উদ্ধার

এবিএনএ : শক্তিশালী হারিকেন হার্ভের আঘাতের পর অতি বৃষ্টিপাতের কারণে বন্যায় আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন শহর। শহরের সড়কগুলো এখন ভাসছে পানিতে। গাড়ি চলাচল অসম্ভব হয়ে পড়ায় যোগাযোগ ব্যাহত হচ্ছে । এদিকে আবহাওয়া দপ্তরের আশঙ্কা, বছরের গড় বৃষ্টিপাতের রেকর্ড চলতি সপ্তাহেই পূরণ হয়ে যাবে। বৃষ্টিপাত শুরু হওয়ার পর পরই অবশ্য উদ্ধারকর্মীরা তাদের তৎপরতা বাড়িয়ে দেয়। তবে স্থানীয়রাও এই কাজে এগিয়ে আসেন। এ ব্যাপারে কর্তৃপক্ষ জানিয়েছে, হার্ভের আঘাতের পর সৃষ্ট বন্যায় হিউস্টন শহর থেকে এ পর্যন্ত দু’হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। বন্যা দুর্গতদের আশ্রয়দানের জন্য বহু অস্থায়ী শিবিরের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।

এদিকে পানিবন্দি মানুষকে উদ্ধারে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। তবে তা পর্যাপ্ত নয় বলে স্থানীয় কোস্ট গার্ড জানিয়েছে। বহরে যুক্ত করার জন্য কেন্দ্রের কাছে তাই আবেদন জানিয়েছে হিউস্টন কর্তৃপক্ষ। জানা গেছে, বন্যার কারণে শহরের কয়েকশ’ সড়ক এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। শহরের হাসপাতালগুলোও খালি হয়ে গেছে। ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোও বন্ধ রয়েছে। শহরের দু’টি প্রধান বিমানবন্দর ও তার রানওয়ে পানিতে ডুবে যাওয়ায় ফ্লাইট ওঠানামাও বন্ধ রয়েছে।

Share this content:

Related Articles

Back to top button