বিনোদন

নিষিদ্ধ নিপুণের ‘ধূসর কুয়াশা’

এবিএনএ : চলচ্চিত্র নির্মাতা উত্তম আকাশ নির্মাণ করেছেন ‘ধূসর কুয়াশা’ নামের চলচ্চিত্র। এ সিনেমায় চিত্রনায়িকা নিপুণ ও পুষ্পিতা পপির বিপরীতে অভিনয় করেছেন নবাগত মুন্না। শুটিং শেষে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। সেন্সরে প্রদর্শিত হলে সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটি নিষিদ্ধ করেছেন বলে সেন্সর বোর্ড সূত্র রাইজিংবিডিকে জানিয়েছেন।
এ প্রসঙ্গে সেন্সর সূত্রটি রাইজিংবিডিকে বলেন, ‘‘ধূসর কুয়াশা’ সিনেমাটি সেন্সর বোর্ডের সদস্যরা ২ আগস্ট  দেখেছেন। এ সিনেমায় পুলিশকে বিভিন্নভাবে ছোট করায় সেন্সর বোর্ড সিনেমাটি নিষিদ্ধ করেছে।’’
চলতি বছরের ১৬ মার্চ থেকে আফতাব নগরে সিনেমাটির শুটিং শুরু হয়। এরপর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একটানা এর  দৃশ্যায়ন করা হয়। ‘ধূসর কুয়াশা’ সিনেমায় মোট পাঁচটি গান রয়েছে। এর মধ্যে একটি আইটেম গানও রয়েছে।
নিপুণের পরবর্তী সিনেমা ‘লাভ ২০১৭’। জি সরকার পরিচালিত এ সিনেমায় নিপুণের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক শাকিব খান। তবে সিনেমাটির শুটিং আপাতত বন্ধ রয়েছে।

Share this content:

Related Articles

Back to top button