এবিএনএ : “৯ তারিখ, মানে গতকাল (রোববার) ঘুম থেকে ওঠে মোবাইলটা হাতে নিতেই ‘কল মি আর্জেন্ট’ লেখা একটা মেসেজ! আমি কল করলাম। ওপাশ থেকে পরিচালক রানা স্যারের হ্যালো! ‘পরী আজ রাতটা আমাকে দিতে হবে। সে তোমার যতই কাজ থাকুক।”লাইনগুলো চিত্রনায়িকা পরী মনির ভেরিফায়েড ফেসবুক পেইজের একটি স্ট্যাটাস থেকে নেওয়া, যার শিরোনাম— এক রাতের জন্য (ওয়ান নাইট স্ট্যান্ড)। দৈনিক আমাদের সময়ের পাঠকদের জন্য পরী মনির সেই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:
এক_রাতের_জন্য (One night stand)
৯ তারিখ , মানে গত কাল…..
ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিতেই “call me urgent” লেখা একটা মেসেজ! আমি কল করলাম। ওপাশ থেকে পরিচালক রানা স্যারের হ্যালো
“পরী আজ রাতটা আমাকে দিতে হবে। সে তোমার যতই কাজ থাকুক”
জী!!!
হ্যা রাত ছাড়া বেপারটা জমবে না।
কিহ্???
ওরে বাপ এখন কি কি করিস নাতো রাতে দেখা হচ্ছে। আসছি আমি ১১ টার মধ্যে। “””ফোন রেখে দিলেন। আমি অনুভুতিহীন…………
রাত ১১:০৪ ইন্টারকম…রানা স্যার
আমিই দরজা খুললাম। তারাহুরো করে ঘরে ঢুকলেন।
বসতে বসতে আমাকে বললেন বড় মগে করে আদা চা দিতে
………দিলাম। চা হাতে নিয়েই শুরু করলেন তার এক রাতের কাহিনী…………
তার পরের ছবির গল্প
স্যার গল্প বলছিলেন আর আমি শুনছিলাম না শুধু , স্যারের বলার মধ্যেই যেন আমি পুরো ছবি দেখতে পাচ্ছিলাম
রাত ৩ টা প্রায় …একটা ইন্টারকম
কেন এতোরাতে!
স্যার বললেন আমার লোক আসতে বল।
স্যার দরজা খুললেন আর ভিতরে নিয়ে এলেন তার এক রাতের হিরো কে
কে এই চমক?! ছবিতে তার একটা হাত ,পুরোটা আসছে খুব শিগ্রই
হা…হ্ এক রাতের গল্প এই শুরু………..