
এ বি এন এ : রিভিউ আবেদন খারিজ করে দিয়ে জামায়াতে ইসলামের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখার প্রতিবাদে রবিবার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত হরতাল ডেকেছে দলটি। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানের পক্ষে এই বিবৃতি দেয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, শুক্রবার দেশব্যাপী দোয়া দিবস, শনিবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ ও রবিবার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত দেশব্যাপী শান্তিপূর্ণ সর্বাত্মক হরতাল পালন করা হবে।
তবে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ী, হাসপাতাল, ঔষধের দোকান, ফায়ার সার্ভিস ও সংবাদপত্রের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।
Share this content: