আন্তর্জাতিকলিড নিউজ
সোমালিয়ায় রেস্টুরেন্টে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১৭

এবিএনএ : সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে এক রেস্টুরেন্টে হামলা চালিয়ে ১৭ ব্যক্তিতে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় সন্ত্রাসীদের হাতে জিম্মি হওয়া অপর ১০ ব্যক্তি কোনোক্রমে ছাড়া পেয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা গার্ডিয়ান এ খবর জানাচ্ছে।
দেশটির পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সামরিক বাহিনীর বেশভূষায় আসা সন্ত্রাসীরা একটি জনপ্রিয় রেস্টুরেন্টের সামনে গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়। এসময় আতঙ্কিত মানুষজন ওই রেস্টুরেন্টে প্রবেশ করলে, সন্ত্রাসীরা সেখানে তাদের জিম্মি করে। পরবর্তীতে ওই জনসমাগমের ওপর অতর্কিত গুলি চালিয়ে অন্তত ১৭ ব্যক্তিকে হত্যা করে তারা।
এ ঘটনায় জঙ্গি গোষ্ঠী আল-শাবাব দায় স্বীকার করেছে। জানা গেছে, নিহতদের মধ্যে কয়েকজন বিদেশীও রয়েছেন।
পুলিশ জানিয়েছে, দুই সন্ত্রাসীকেও এসময় গুলি করে হত্যা করা হয়েছে। তবে অপর পাঁচ সন্ত্রাসী এখনো রেস্টুরেন্টের ভেতর লুকিয়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
Share this content: