
এবিএনএ : ২৫ মার্চকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে জাতিসংঘ সদর দপ্তরের সামনে মানববন্ধন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
স্থানীয় সময় শনিবার দুপুরে জাতিসংঘের সামনে দ্যাগ হ্যামাসজোল্ট পার্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এ মানববন্ধনের আয়োজন করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।
মানববন্ধনে সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, “ইতিহাসে জঘন্যতম বর্বরতার অন্যতম দিন হচ্ছে একাত্তরের ২৫ মার্চ। আমরা জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণা করতে হবে।”
মানববন্ধন কর্মসূচিতে আরও অংশ নেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আইরিন পারভিন, ফারুক আহমদ, মহিউদ্দিন দেওয়ান, মহসিন আলী, আবুল মনসুর খান, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক এ কে এম তারেকুল হায়দার চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সাইফুল্লাহ ভূঁইয়া, সদস্য-সচিব বাহার খন্দকার সবুজ ও যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সর্দার।
একই দাবিতে নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় আরেকটি মানবন্ধন করে ‘সেক্টর কমান্ডার্স ফোরাম’ ও ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’র যুক্তরাষ্ট্র শাখা।
‘জেনোসাইড একাত্তর’ নামে একটি সংগঠনের পক্ষ থেকেও ‘গণহত্যা দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা হয় জ্যাকসন হাইটসে বাংলাদেশ প্লাজায়।
‘সেক্টর কমান্ডার্স ফোরাম’-এর মানববন্ধনে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক রাশেদ আহমেদ ও সদস্য-সচিব রেজাউল বারি।
এ মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা খান মিরাজ,শহীদুল হক, মো. রফিক, সুব্রত বিশ্বাস, হাকিকুল ইসলাম খোকন, চলচ্চিত্রকার কবীর আনোয়ার ও শিবলী সাদিক।
মানববন্ধনে রাশেদ আহমেদ বলেন, “৪৬ বছর পর হলেও ২৫ মার্চের নৃশংসতাকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি এর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, এজন্য প্রবাসীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি।”
‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’র মানববন্ধনে ছিলেন সংগঠনের সভাপতি ফাহিম রেজা নূর ও সেক্রেটারি স্বীকৃতি বড়–য়া।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সৈয়দ মুহম্মদউল্লাহ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা শহীদ হাসান, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সেক্রেটারি শিতাংশু গুহ ও মিনহাজ আহমেদ সাম্মু।
Share this content: