পাকিস্তান ও বাংলাদেশের সীমান্ত সম্পূর্ণ বন্ধ করবে ভারত

এবিএনএ : ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রজনাথ সিং সম্প্রতি পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে তাদের সীমান্তের অরক্ষিত অংশ সম্পূর্ণ বন্ধ করে দেবে বলে জানিয়েছে। আন্তর্জাতিক সন্ত্রাসী তৎপরতা বন্ধ করতেই ভারত এ পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন তিনি।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রজনাথ সিং সম্প্রতি বলেন, ‘ভারত চাইছে পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে থাকা তাদের আন্তর্জাতিক সীমান্ত পুরোপুরি বন্ধ করে দিতে। এটি সন্ত্রাসী তৎপরতা ও শরণার্থী সমস্যা দূর করার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হবে। ’
সম্প্রতি ভারতের মধ্য প্রদেশে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর একাডেমিতে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এ কথা জানান তিনি।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পাকিস্তানের সঙ্গে সম্পূর্ণ সীমান্ত বন্ধ করা সম্ভব হবে ২০১৮ সালে। এজন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন প্রতিকূল স্থানে সীমান্ত বন্ধ করার জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
Share this content: