জাতীয়বাংলাদেশলিড নিউজ

ডিএসসিসি এলাকার ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে মেয়রের নির্দেশ

এবিএনএ : ঢাকা সিটি কর্পোরেশন এলাকার চিহ্নিত ১০৯টি ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। আজ রবিবার রাজধানীর ধলপুরে ডিএসসিসি’র পরিচ্ছন্নতা কর্মীদের ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মেয়র সাঈদ খোকন বলেন, এই ঝুঁকিপূর্ণ ভবনের জায়গায় ডিএসসিসি’র পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বাসা নির্মাণ প্রকল্পের আওতায় নতুন ভবন নির্মাণ করা হবে। স্থান পরিদর্শন শেষে তিনি এই নিবাস নির্মাণে বিদ্যমান ঝুঁকিপূর্ণ ভবন উদ্বোধন করেন তিনি। সাঈদ খোকন বলেন, সরকারি ও বেসরকারি ঝুঁকিপূর্ণ ১০৯টি ভবন দ্রুত সময়ের মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘নির্বাচিত মেয়র হিসেবে সিটি কর্পোরেশন এলাকার জনগণের জানমালের নিরাপত্তা জরুরি। তাই আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে বনলতা ও নিউ সুপার মাকেটসহ ঝুঁকিপূর্ণ ভবনগুলো অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। সে মোতাবেক আজ থেকে কাজ শুরু হয়েছে। ’এ সময় মেয়রের সঙ্গে ডিএসসিসি’র সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this content:

Related Articles

Back to top button