এবিএনএ : ট্রাম্পকন্যা ইভাংকার পারফিউম ব্র্যান্ডের বাজার এখন চড়া। এ পারফিউমটি অ্যামাজনে এখন সর্বাধিক বিক্রিত পণ্যের তালিকায় উঠে এসেছে।
‘ইভাংকা ট্রাম্প’ ব্র্যান্ডের এই পারফিউমটির বিক্রি এতটাই বেড়ে গেছে যে শুক্রবার অ্যামাজনের দুটি স্পটে সর্বাধিক বিক্রিত পণ্যের তালিকায় উঠে আসে এটি। বলা হয়ে থাকে এই পারফিউমের গন্ধ লাবণ্য এবং সৌন্দর্যের প্রতীক। প্রতিটি সাবক্যাটাগরিতে জনপ্রিয়তার উপর ভিত্তি করে প্রতিঘণ্টায় অ্যামাজনের বেস্ট সেলার নির্ধারিত হয়ে থাকে।