এবিএনএ : দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে আন্দোলনরত সাভারের আশুলিয়ার গার্মেন্টস শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। একই সঙ্গে শ্রমিকদের দাবি-দাওয়া লিখিতভাবে জানানোরও অনুরোধ করেন তিনি।
মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি ইংরেজি দৈনিকের ভবনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ আহ্বান জানান।
‘আরএমজি সেক্টরের সামাজিক আলোচনা, জেন্ডারভিত্তিক সহিংসতা ও জীবনধারনের উপযোগী মজুরি’ শীর্ষক এ বৈঠকের আয়োজন করে নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠান ফেয়ার ওয়্যার ফাউন্ডেশন (এফডব্লিউএফ)। এ সময় বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, পোশাক শিল্পকে ধ্বংস করতে শ্রমিকদের ধর্মঘট নিয়ে ষড়যন্ত্র করছে কোনো কোনো মহল। আমি শ্রমিকদের জিজ্ঞাসা করেছিলাম কেন আন্দোলন করছেন, তারা সুনির্দিষ্ট কিছুই বলতে পারেনি। আন্দোলন কেন করছেন শ্রমিকরা নিজেরাই জানে না, যোগ করেন তিনি।
প্রসঙ্গত, ন্যূনতম মজুরি বৃদ্ধি ও শ্রমিকদের নিরাপত্তাসহ অন্যান্য দাবিতে সাভারের আশুলিয়ার প্রায় ১৫টি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।