আমেরিকা

যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে গুলি, নিহত ১

এবিএনএ : যুক্তরাষ্ট্রে টেনেসি রাজ্যের মেমফিস শহরে একটি নাইটক্লাবে গুলি চালানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় কমপক্ষে ১ জন নিহত ও ১ জন আহত হয়েছেন বলে জানায় তারা।
মেমফিস পুলিশ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, শহরে আমেরিকান ওয়ে’র নিকট অবস্থিত ও’সিয়েলো বার অ্যান্ড গ্রিলে এই গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় সেখানে একটি জন্মদিনের পার্টি চলছিল।
গুলি চালানোর পরপর সেখানে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় একজনকে নিহত ঘোষণা করা হয়। আহত অপর একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়।
গুলি চালানোর পর ক্লাবটি থেকে ফেসবুক লাইভ ভিডিও চালানো হয়।
নাইটক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, কালো জ্যাকেট পরা দুইজন প্রথমে ঝগড়া শুরু করে। এরপর উভয় বন্দুক বের করে গুলি চালায়।

Share this content:

Back to top button