জাতীয়বাংলাদেশলিড নিউজ

৩০ সালের মধ্যে বাংলাদেশ এইডস মুক্ত হবে : স্বাস্থ্যমন্ত্রী

এবিএনএ : ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ এইডস মুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ বৃহস্পতিবার ওসমানী মিলনায়তনে অর্থ মন্ত্রণালয় আয়োজিত বিশ্ব এইডস দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্যসচিব সিরাজুল ইসলাম।

আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানান, ২০১৬ সালে নতুন করে এইচআইভিতে আক্রান্ত হয়েছেন ৫৭৮ জন, মারা গেছেন ১৪১ জন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২২১ জন, মারা গেছেন ৭৯৯ জন। এ সময় তিনি বলেন, বাঙালি সব সময় জয় করতে জানে। আমাদের প্রত্যয় আছে, আমরা জয় করব।

Share this content:

Back to top button