আইন ও আদালত

দেশজুড়ে বড় রদবদল: একযোগে বদলি হলেন ২৩০ বিচারক

আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে একসঙ্গে ২৩০ বিচারককে বদলি, ৩ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ।

এবিএনএ:  দেশের বিচারবিভাগে একযোগে বড় ধরনের রদবদল ঘটেছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানিয়েছে, মোট ২৩০ জন বিচারককে একসঙ্গে বদলি করা হয়েছে।

এর মধ্যে জেলা ও দায়রা জজ পদমর্যাদার ৪১ জন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার ৫৩ জন, যুগ্ম জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের ৪০ জন এবং সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পর্যায়ের ৯৬ জন রয়েছেন।

সোমবার চারটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলির আদেশ জারি করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, বদলি হওয়া বিচারকদের আগামী তিন দিনের মধ্যে নিজ নিজ বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।

এদিকে আইনের শৃঙ্খলা ও বিচার বিভাগের সুষ্ঠু কার্যক্রম বজায় রাখতে এই বদলিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button