খেলাধুলা

মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন এমিলিয়ানো মার্টিনেজও? আলোচনায় বড় ট্রান্সফার

অ্যাস্টন ভিলা ছাড়তে পারেন আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেজ, ইন্টার মায়ামির সঙ্গে চলছে প্রাথমিক আলোচনা

এবিএনএ: ইন্টার মায়ামি ধীরে ধীরে রূপ নিচ্ছে লিওনেল মেসির ঘনিষ্ঠ বন্ধু ও সতীর্থদের আড্ডাখানায়। লুইস সুয়ারেজ, জর্দি আলবা, সার্জিও বুসকেটরা ইতোমধ্যে মেসির পাশে এসে দাঁড়িয়েছেন। এবার আলোচনায় আছেন আর্জেন্টিনা জাতীয় দলের বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ

কানাডাভিত্তিক ওয়েবসাইট ওয়েকিং দ্য রেড জানিয়েছে, মার্টিনেজকে দলে ভেড়াতে ইন্টার মায়ামি প্রাথমিক আলোচনায় বসেছে। এরই মধ্যে ক্লাবটির প্রথম গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার শার্লট এফসিতে যোগ দেওয়ায় শূন্যতা তৈরি হয়েছে। আর সেই জায়গা পূরণেই নাম উঠছে মার্টিনেজের।

মেসির সঙ্গে বন্ধুত্বই হয়তো এই সিদ্ধান্তে বড় ভূমিকা রাখছে। তবে শুধু সম্পর্ক নয়, মার্টিনেজ যে বিশ্বমানের গোলরক্ষক—এটাও বড় কারণ। তার বিদায়ের পর অ্যাস্টন ভিলা ৪০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি চাইছে। প্রশ্ন হলো, মায়ামি কি এই অঙ্ক মেটাতে রাজি হবে?

২০২০ সালে আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলায় যোগ দেন মার্টিনেজ। তবে সাম্প্রতিক মৌসুমে তার দল ছাড়ার গুঞ্জন জোরদার হয়। ভিলা পার্কে শেষ ম্যাচ শেষে সমর্থকদের কাছ থেকে আবেগঘন বিদায় নেওয়ার পর শোনা যায় তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে যাচ্ছেন। যদিও শেষ পর্যন্ত ধারের প্রস্তাবে রাজি না হওয়ায় সে চুক্তি ভেস্তে যায়।

সৌদি লিগ থেকেও প্রস্তাব পেয়েছিলেন মার্টিনেজ, কিন্তু তিনি তা ফিরিয়ে দেন। এখন মায়ামির হাতে রয়েছে মোটা অঙ্কের বাজেট, যা দিয়ে সহজেই সম্ভব হতে পারে তার দলে ভেড়া।

👉 যদি সবকিছু ঠিকঠাক হয়, তবে খুব শিগগিরই মেসি, রদ্রিগো ডি পল ও মার্টিনেজকে একসঙ্গে মাঠে দেখা যাবে ইন্টার মায়ামির জার্সিতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button