এবিএনএ : ইইউভুক্ত দেশগুলো থেকে ৮০ হাজার অবৈধ বাংলাদেশি অভিবাসীকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের গ্লোবাল ইস্যু বিষয়ক ডেপুটি সেক্রেটারি জেনারেল ক্রিস্টিয়ান লেফার। ইইউ-ভুক্ত বিভিন্ন দেশে প্রায় আড়াই লাখ বাংলাদেশি রয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের এই প্রদিনিধিদলের সদস্যরা। ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্কের মধ্যে চুক্তি অনুযায়ী অভিবাসীদের ফেরত পাঠানো শুরু হয়েছে।
অভিবাসী ইস্যু নিয়ে আলোচনার জন্য আজ ঢাকা এসেছেন ইউরোপীয় ইউনিয়নের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। প্রতিনিধিদলটির সফরকালে বিভিন্ন পর্যায়ে সিরিজ বৈঠকও করবেন। এই প্রতিনিধিদলটি অভিবাসনের অর্থনৈতিক ও বৈশ্বিক প্রেক্ষিত নিয়ে ঢাকার সঙ্গে আলোচনা করেছে। সঙ্গতকারণেই সেখানে বাংলাদেশিদের বিষয়টি এসেছে। এবার বাংলাদেশের সভাপতিত্বে গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি)-এর বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম চলছে। বছরের সমাপনীতে ঢাকায় জিএফএমডির শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ইইউ টিমের সঙ্গে আলোচনায় জিএফএমডির বিষয়টি স্থান পায়। প্রতিনিধিদলের সফর এবং বাংলাদেশের প্রস্তুতি বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, আজ রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় পররাষ্ট্রসচিব এম শহীদুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে ইইউ টিমের গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজনের সূচি নির্ধারিত রয়েছে। সফরকালে প্রবাসীকল্যাণ মন্ত্রীর সঙ্গেও তাদের সাক্ষাৎ হতে পারে। মন্ত্রণালয় সূত্র মতে, ইউরোপের বিভিন্ন দেশে অবৈধ হয়ে পড়া কিংবা অবৈধভাবে যাওয়া বাংলাদেশিদের দেশে ফেরত পাঠাতে একটি চাপ রয়েছে। বাংলাদেশ কূটনৈতিকভাবে সেটি মোকাবিলায় কাজ করছে। ইইউ প্রতিনিধিদলের আলোচনায় সেটি আসতে পারে এমন আভাস দিয়ে দেশীয় এক কূটনীতিক বলেন, বাংলাদেশের তরফে অবৈধদের রি-রেজিস্ট্রেশন বা বৈধকরণের অনুরোধ বরাবরের মতো এবারও ব্যক্ত করা হবে। ঢাকা সফরকালে ইইউর প্রতিনিধিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।