এবিএনএ : বিএনপিকে ২৭টি শর্তে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে আজই বিএনপিকে এ সমাবেশ করতে হবে এবং বিকেল সাড়ে ৪টার মধ্যে সমাবেশ শেষ করতে হবে।
মঙ্গলবার দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. ইউসুফ আলী এ তথ্য জানান। তিনি বলেন, ২৭ টি শর্তে এ সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। আজ বিকেলে তাদেরকে এ সমাবেশ করতে হবে। সেখানকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন থাকবে।
মো. ইউসুফ আলী আরো বলেন, ‘বিএনপির আবেদন ৭ নভেম্বর পুলিশ কমিশনারের কাছে পৌঁছায়। পরে আজ মঙ্গলবার তিনি অফিস আদেশে এ সমাবেশের অনুমতি দেন। তবে সমাবেশ করতে হলে ২৭টি শর্ত দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম শর্তগুলো হলো- রাস্তা দখল বা বন্ধ করে গাড়ি বা লোকজন জড়ো হওয়া যাবে না, বিকেল সাড়ে ৪টার মধ্যে সমাবেশ শেষ করতে হবে, কোনো ধরনের ব্যানার-ফেস্টুন ব্যবহার করা যাবে না, আইনশৃঙ্খলা বা জন নিরাপত্তায় বিঘ্ন ঘটতে পারে এমন কোনো কিছু করা থেকে বিরত থাকতে হবে, রাষ্ট্রদ্রোহী বা উসকানিমূলক বক্তব্য দেওয়া যাবে না, ইনস্টিটিউশনের আশপাশে কোনো ধরনের মাইক ব্যবহার করা যাবে না, নিজস্ব ব্যবস্থাপনায় সমাবেশে আগত লোকজনের দেহ তল্লাশির ব্যবস্থা, কোনো দুর্ঘটনা এড়াতে অগ্নিনির্পাণ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’
উল্লেখ্য, বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছিল। পরে সেখানে না হলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চায়। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশের জন্য বিএনপি ডিএমপির কাছে আবেদন করেনি।