
এবিএনএ : রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধ হওয়ার চতুর্থ দিনে জনভোগান্তি বিবেচনা করে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ঢাকা-কক্সবাজার সড়কে সিল্কলাইন ট্রাভেলস বাসের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘জনগণ ভোগান্তিতে পড়ে এমন কোনো সিদ্ধান্ত আমরা নিতে পারি না। জনভোগান্তির বিষয়টি বিবেচনা করে আজ বিকেলে পরিবহন মালিক সমিতি ও বিআরটিএ বৈঠকে বসছে। তেজগাঁওয়ে বিআরটিএ অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হবে।’
তিনি বলেন, ‘এই মিটিংয়ে গত চারদিনের পরিস্থিতি পর্যালোচনা করা হবে। সেখান থেকে যদি মনে করা হয় জনস্বার্থে সিটিং সার্ভিসের বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা দরকার, তাহলে করা যেতে পারে।’
Share this content: