আমেরিকালিড নিউজ

সাবেক গোয়েন্দা কর্মকর্তাদের নিরাপত্তা ছাড়পত্র কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

এবিএনএ: সাবেক ছয় মার্কিন গোয়েন্দা কর্মকর্তার নিরাপত্তা ছাড়পত্র  কেড়ে  নেওয়ার হুমকি দিয়েছে হোয়াইট হাউজ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রুশ যোগসূত্র নিয়ে সমালোচনা করায় এমন হুমকি দেওয়া হয়েছে। এই হুমকি দেওয়ার পরপরই নতুন করে সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। অভিযোগ ওঠেছে, তিনি ক্ষমতার অপব্যবহার করছেন। সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা ও আইন-প্রয়োগকারী সংস্থার সাবেক সদস্যদের টার্গেট করছেন ট্রাম্প। হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেন, ওই সাবেক কর্মকর্তারা রাশিয়ার সঙ্গে যোগসূত্র থাকা বা রাশিয়া দ্বারা প্রভাবিত হওয়া নিয়ে ভিত্তিহীন অভিযোগ করে তাদের জনসেবা ও নিরাপত্তা ছাড়পত্রের অপব্যবহার করেছেন।
যে ছয়জন কর্মকর্তাকে হুমকি দেওয়া হয়েছে তাদের মধ্যে একজন হচ্ছেন, সিআইএ’র সাবেক প্রধান জন ব্রেনান।  তিনি গত সপ্তাহে ফিনল্যান্ডের রাজধানী হেলসিনকিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক নিয়ে তীব্র সমালোচনা করেছেন। বিশেষ করে বৈঠকে ট্রাম্পের পারদর্শীতা নিয়ে সমালোচনা করেন তিনি।

হেলসিনকিতে পুতিনের সঙ্গে করা বৈঠক নিয়ে তীব্র সমালোচনার শিকার হয়েছেন ট্রাম্প
হেলসিনকিতে বৈঠকের পরে মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে পুতিনের সঙ্গে ট্রাম্পের সুর মেলানো মার্কিন গোয়েন্দা সম্প্রদায়ে তীব্র হৈচৈ ফেলে দেয়। ট্রাম্পের সমালোচনায় মুখর হয়ে ওঠে পুরো গোয়েন্দা বাহিনী।  এমনকি নিজ দল রিপাবলিকান পার্টির শীর্ষ নেতারাও তার সমালোচনা করেন।
নিরাপত্তা ছাড়পত্র হারানোর হুমকিতে থাকা অন্যান্য সাবেক কর্মকর্তারা হচ্ছেন, জেমস কমি, জেমস ক্ল্যাপার, মাইক্যাল হেডেন, সুসান রাইস ও অ্যানড্রিও ম্যাকাবে। উল্লেখ্য, সরকারি চাকরী থেকে সরে যাবার পরেও অনেক মার্কিন কর্মকর্তার নিরাপত্তা ছাড়পত্র বহাল রাখা হয়। কেননা, তারা পরবর্তীতে নিজদের সাবেক সংস্থাকে বিভিন্ন ইস্যুতে পরামর্শ দিয়ে থাকে। আবার কোন কোন ক্ষেত্র এটা চাকরিতে যোগদানের শর্ত হিসেবেই থাকে।

Share this content:

Related Articles

Back to top button