জাতীয়বাংলাদেশলিড নিউজ

সন্ধ্যা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবি

এ বি এন এ : বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের মসজিদ বাড়ি সংলগ্ন সন্ধ্যা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনা ঘটেছে। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এসময় ১০ থেকে ১২ জন সাঁতরে তীরে উঠতে পেরেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

বানারীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান স্থানীয়দের বরাত দিয়ে জানান, এমএল ঐশী নামে যাত্রীবাহী লঞ্চটি মসজিদ বাড়ি ঘাট থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বানারীপাড়ার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু ঘাটের অদূরে সন্ধ্যা নদীর পাকে  (ঘোল) পড়ে লঞ্চটি ডুবে যায়।

ওসি আরো জানান, দুর্ঘটনার খবর শুনে তিনি ফোর্স নিয়ে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন।

Share this content:

Related Articles

Back to top button