জাতীয়বাংলাদেশলিড নিউজ

শেখ হাসিনা ও বাংলাদেশিদের ধন্যবাদ আর্জেন্টিনার প্রেসিডেন্টের

এবিএনএ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। মঙ্গলবার রাতে এক টুইট বার্তায় আর্জেন্টিনার প্রেসিডেন্ট নিজ দেশ ও বাংলাদেশের পতাকা, ভালোবাসা, হাত মেলানোর চিহ্নসহ (ইমোজি) এ অভিনন্দন জানান। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো চিঠিও প্রকাশ করেন তিনি।

সেই টুইটে আলবার্তো ফার্নান্দেজ লিখেছেন, ‘ধন্যবাদ শেখ হাসিনা এবং পুরো বাংলাদেশের জনগণকে। সাম্প্রতিক সময়ে আমরা যে বন্ধন এবং পারস্পরিক স্নেহ দেখেছি, তা বর্ণনাতীত। আজ দুই দেশের পতাকা এখানেও (আর্জেন্টিনায়) উড়ছে। আসুন এ বন্ধন আরও গভীর ও দৃঢ় করি।’ আর্জেন্টিনার ফুটবল বিশ্বকাপ জয়ে দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে গত সোমবার শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই মঙ্গলবার ওই চিঠির জবাবে এক টুইট বার্তায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানালেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট।

Share this content:

Related Articles

Back to top button