র্যাব-১০ এর অভিযানে রাজধানীর লালবাগ হতে বিদেশী পিস্তল ও সাপের বিষসহ গ্রেফতার ৪

এবিএনএ : আজ সোমবার আনুমানিক ১২টা সিপিসি-৩, র্যাব-১০ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ রেজাউল করিম, পিপিএম এর নেতৃত্বে একটি আভিযানিক দল রাজধানীর লালবাগ এলাকায় অভিযান পরিচালনা করে বিদেশী পিস্তল ও ৫০ কোটি টাকার সাপের বিষসহ ৪ জনকে আটক করে। ধৃত আসামীরা হলো ১। মোঃ রিয়াদ আরেফিন(২৯), পিতা-নুরুল আলম, সাং-জিদুরী সরকার বাড়ী, থানা-বেলকুচি, জেলা-সিরাজগঞ্জ, ২। মোঃ আসিফ রহমান (৩৫), পিতা-মৃত মতিউর রহমান, সাং-সেকশন-১১, থানা-পলবী, ডিএমপি, ঢাকা, ৩। মেহেদী হাসান (৩৫), পিতা-আব্দুর রশিদ, সাং- কাজীরবাগ, থানা-রুপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ, ৪। সুখেন্দু রায় (৫৩), পিতা মৃত- জগেশ চন্দ্র রায়, সাং-আলমডাঙ্গা ষ্টেশনপাড়া, থানা-আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গা। এসময় তাদের নিকট থেকে ৩টি সাপের বিষের জার (লিকুইড ও দানাদার), ১ টি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি, ১ টি ম্যাগাজিন, ৬ টি মোবাইল সেট , ১ টি প্রাইভেটকার , ৪ টি সিডি, ফ্রান্সের তৈরি ৬ টি সাপের বিষের স্যাম্পল, ১ টি ক্যাটালগ ও নগদ ৩২,২৭০/- টাকা জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় আসামীরা পরস্পর যোগসাজসে সংঘবদ্ধভাবে সাপের বিষ বিদেশ হইতে অবৈধ পথে আমদানি করে অস্ত্র ও গুলিসহ বিভিন্ন অসাধু ব্যবসায়ীদের নিকট ক্রয়-বিক্রয় করে থাকে। ধৃত আসামীদের বিরুদ্ধে ডিএমপি ঢাকার লালবাগ থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
Share this content: