জাতীয়

সাবাহে চাকরির প্রতিশ্রুতি প্রতারণা: বাংলাদেশিদের সতর্ক করলো মালয়েশিয়া হাইকমিশন

সাবাহ প্রদেশে কর্মী নিয়োগের বিষয়ে এখনো কোনো চুক্তি হয়নি—প্রতারক চক্রের ফাঁদে পা না দিতে হাইকমিশনের আহ্বান

এবিএনএ:  মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কাজের আশায় বাংলাদেশ থেকে যাওয়া প্রবাসীদের উদ্দেশ্যে সতর্কতা জারি করেছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন

গত শুক্রবার (১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানিয়েছে, কিছু সংঘবদ্ধ প্রতারক চক্র সাবাহ প্রদেশে কর্মী পাঠানোর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশি গমনেচ্ছুদের কাছ থেকে পাসপোর্ট ও নগদ অর্থ সংগ্রহ করছে—এমন তথ্য তাদের হাতে এসেছে।

হাইকমিশন স্পষ্ট করে জানায়,

“বর্তমানে মালয়েশিয়ার সাবাহ প্রদেশে বাংলাদেশি শ্রমিক নিয়োগের বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কোনো চুক্তি বা সমঝোতা স্মারক নেই। একইভাবে সাবাহ প্রশাসনের পক্ষ থেকেও এমন কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি।”

তারা আরও জানিয়েছে, বিষয়টি নিয়ে সাবাহ প্রদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রক্রিয়া চলমান রয়েছে। কিন্তু যতক্ষণ না কোনো আনুষ্ঠানিক চুক্তি বা সমঝোতা সম্পাদিত হচ্ছে, ততক্ষণ প্রতারকদের প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

হাইকমিশনের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে,

“যদি কখনো সাবাহ প্রদেশ কর্তৃপক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগে সম্মতি দেয়, তাহলে তা হাইকমিশনের ওয়েবসাইটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”

প্রবাসে কাজের আশায় থাকা নাগরিকদের প্রতি হাইকমিশন সতর্কতা ও ধৈর্যের আহ্বান জানিয়ে বলেছে—যেকোনো ধরনের আর্থিক লেনদেনের আগে সরকারি উৎস থেকে তথ্য যাচাই করা জরুরি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button