
এবিএনএ: বিপুল পরিমাণ নগদ অর্থ, মাদক ও অস্ত্রসহ যুবলীগ নেতা জি কে শামীমকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী র্যাবের সদস্যরা।আজ (২০ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে রাজধানীর সবুজবাগ, বাসাবো, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় প্রভাবশালী ঠিকাদার হিসেবে পরিচিত যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে আটক করা হয়।
র্যাবের সদরদপ্তরের একজন কর্মকর্তা বলেন, র্যাব সদস্যরা গুলশানের নিকেতনে জি কে শামীমের ব্যবসায়িক কার্যালয় থেকে তাকে আটক করে।
এর আগে ঘটনাস্থল থেকে আমাদের আলোকচিত্রী পলাশ খান জানান, র্যাব সদস্যরা নিকেতনের ৫ নং সড়কের ১৪৪ নং বাড়িতে জি কে শামীমের ব্যবসায়িক কার্যালয় ঘিরে রেখে অভিযান চালান।
Share this content: