বিনোদনলিড নিউজ

একসঙ্গে থাকছেন দীর্ঘদিন, এবার করতে চলেছেন বিয়ে

এবিএনএ : বহুদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন বলিউড অভিনেতা আলি ফজল ও অভিনেত্রী রিচা চাড্ডা। মুম্বাইয়ে একটি অ্যাপার্টমেন্টে তারা একসঙ্গে থাকেনও। এবার পালা চার হাত এক হওয়ার। আগামী মার্চেই তারা বিয়ে করবেন বলে জোর গুঞ্জন বলিউডে! ভারতের ই-টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্চে ‘ফুকরে’ সিরিজের তিন নম্বর ছবির শ্যুটিংয়ের সুবাদে দিল্লিতে থাকবেন আলি ও রিচা। তারই ফাঁকে কয়েকদিনের ছুটি নিয়ে তারা বিয়েটা সেরে ফেলবেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দিল্লিতে নয় বরং মুম্বাই উড়ে গিয়ে ছাদনাতলায় বসবেন রিচা ও আলি। এরপর বিয়ের অনুষ্ঠান মিটলে আবার তারা দিল্লি উড়ে যাবেন ‘ফুকরে ৩’-এর শ্যুটিং শুরু করার জন্য। এর আগে ‘ফুকরে’ ছবিতেও একসঙ্গে কাজ করেছিলেন রিচা এবং আলি। এক সাক্ষাৎকারে রিচা জানিয়েছিলেন, তাদের দুজনের সম্পর্কের রসায়ন বেশ দারুণ। কখনো রিচা ভালো কাজ করলে আলি প্রশংসা করেন, আবার কাজ পছন্দ না হলেও আলি সেটা স্পষ্ট জানান রিচাকে।

২০২০ সালের এপ্রিলে বিয়ের তারিখ পাকা ছিল রিচা এবং আলির। কিন্তু করোনার জন্য সেই পরিকল্পনা ভেস্তে যায়। বিয়ের নতুন তারিখ এখনও সামনে আনেননি এ জুটি। এই মুহূর্তে ‘ফুকরে ৩’ এবং একাধিক ওয়েব সিরিজ ছাড়াও আলির হাতে রয়েছে ‘ডেথ অন দ্য নাইল’-এর মতো বিগ বাজেটে হলিউড প্রজেক্ট। অন্যদিকে, তিগমাংশু ধুলিয়ার আসন্ন ছবি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান মার্ডার’-এ দেখা যাবে রিচা চাড্ডাকে।

Share this content:

Related Articles

Back to top button