জাতীয়বাংলাদেশলিড নিউজ

বিধিনিষেধ মানলে লকডাউনে যেতে হবে না: স্বাস্থ্যমন্ত্রী

এবিএনএ : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা আশঙ্কাজনকভাবে বাড়ছে। সরকারের ১১ দফা বিধিনিষেধ না মানলে দেশের পরিস্থিতি হবে ভয়াবহ। আমরা আশা করি সবাই বিধিনিষেধ মেনে চলবে। তাহলে লকডাউনে যাওয়ার প্রয়োজন হবে না। লকডাউন দিলে দেশের ক্ষতি। আমরা চাই আমাদের অর্থনীতির চাকা সচল থাকুক।

শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সিটি স্ক্যান মেশিন ও ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক আরশ্বাদ উল্লাহ।

Share this content:

Back to top button