আমেরিকালিড নিউজ

নেটফ্লিক্সের দুনিয়ায় ওবামা-মিশেল

এবিএনএ : প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ওবামা ও তাঁর স্ত্রী মিশেলকে এবার নিয়মিত দেখা যাবে অনলাইনে। চলচ্চিত্র ও ধারাবাহিকের জন্য বিখ্যাত যুক্তরাষ্ট্রের ভিডিও স্ট্রিমিং প্রতিষ্ঠান নেটফ্লিক্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ওবামা দম্পতি। সোমবার নেটফ্লিক্স সংস্থা ওবামা দম্পতির সঙ্গে চুক্তির কথাটি জানিয়েছে।
নেটফ্লিক্সের এক প্রতিবেদনে জানানো হয়, কয়েক বছরের জন্য ওবামা দম্পতি ওই চুক্তিতে সই করেছেন। হায়ার গ্রাউন্ড প্রোডাকশনের অধীনে তাঁরা নানা সৃষ্টিমূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারবেন।
এই চুক্তির বিশদ খুঁটিনাটি নেটফ্লিক্স প্রকাশ্যে না আনলেও বলেছে, বারাক ও মিশেল এই মঞ্চকে কাজে লাগিয়ে ধারাবাহিক, তথ্যচিত্র, কাহিনীচিত্র তৈরি করতে পারবেন।
এই নয়া পদক্ষেপে উচ্ছ্বসিত বারাক ওবামা বলেন, ‘‘প্রশাসনের সঙ্গে যখন যুক্ত ছিলাম, তখন বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে সাক্ষাৎ করে ভালো লাগত। সমাজের বিভিন্ন অংশ থেকে আসা এসব মানুষজনের অভিজ্ঞতা বৃহত্তর জনসমাজের কাছে পৌঁছে দিতে পেরেছি। এই কারণে নেটফ্লিক্সের সঙ্গে হাত মেলাতে পেরে আমি আর মিশেল খুশি। আশা করি, আমরা সেই ব্যক্তিত্বদের তুলে ধরতে পারব, যারা প্রতিভাবান, প্রেরণাদায়ী। নেটফ্লিক্সের সাহায্যে আমরা তাঁদের কাহিনী বিশ্বের সামনে তুলে ধরতে পারব।’’
নয়া ভূমিকায় খুশি মিশেল ওবামাও। তিনি বলেন, ‘‘বারাক ও আমি সবসময় এই ধরনের কাহিনী পছন্দ করি যা আমাদের অনুপ্রেরণা দেয়। পৃথিবী সম্পর্কে অন্যরকমভাবে ভাবতে এটা আমাদের সাহায্য করে। এর মাধ্যমে খোলামনে সকলের সঙ্গে যোগাযোগ গড়ে তোলা সম্ভব হয়।’’
নেটফ্লিক্স অনলাইন ভিডিও, স্ট্রিমিংয়ের জন্য পরিচিত। ১৯৯৭ সালে রিড হ্যাস্টিংস ও মার্ক র‍্যান্ডলফ ক্যালিফোর্নিয়ার স্কটস ভ্যালিতে এটি প্রতিষ্ঠা করেন। নেটফ্লিক্সের সেবা বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে। ২০১৭ সালের শেষ নাগাদ এর সাবস্ক্রাইবার সংখ্যা ১১ কোটি ৮০ লাখে পৌঁছেছে।

Share this content:

Related Articles

Back to top button