
এবিএনএ: গত ২১ মার্চ মনোহরগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়নের মধ্যে যাচাই বাছাই শেষে ভূমিহীন – গৃহহীন মোট ২০৭ টি পরিবারের মাঝে ২ শতক জমির মালিকানা সহ বিনামূল্যে নির্মিত ঘরের কবুলিয়ত সম্পাদন, নামজারী খতিয়ান ও হস্তান্তরিত ঘরের সনদপত্র প্রদান করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক একক গৃহ শুভ উদ্ভোধনের এ পর্যায়ে মনোহরগঞ্জ সহ কুমিল্লা জেলার মোট ৬ টি উপজেলাকে ভূমিহীন- গৃহহীন মুক্ত ঘোষনা করা হবে। সাংবাদিক সম্নেলনে জানিয়েছেন, মনোহরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার সাইফুল ইসলাম কমল, এ সময় উপস্হিত ছিলেন, মনোহরগঞ্জ উপজেলার মৎস কর্মকর্তা তৌহিদ হাসান, প্রকল্প কর্মকর্তা মোঃ ওয়াশিম আলম, সমবায় কর্মকর্তা তানভীর আহমদ, সমাজ সেবা অফিসার মোঃ রাশেদ মিয়াজী, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম, ইন্সাক্ট্রর মোঃ মঞ্জুরুল ইসলাম, কানুনগো দেবপ্রতদাশ প্রমূখ।
Share this content: