এবিএনএ : করোনাভাইরাস (কোভিড-১৯) আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। এখন পর্যন্ত বিশ্বের ৭০টিরও বেশি দেশে এই ভাইরাস শনাক্ত হয়েছে। প্রতিদিনই করোনা নিয়ে নতুন নতুন উদ্বেগ প্রকাশ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ব্যাংক নোটের মাধ্যমে করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে নতুন করে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যোগাযোগহীন প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সোমবার রাতে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, সংক্রামক করোনাভাইরাসকে ব্যাংক নোটকে কয়েকদিন পর্যন্ত বহন করতে পারে। একারণে করোনা রুখতে যোগাযোগহীন লেনদেনে জোর দিতে হবে। এবং তা সম্ভব না হলে নগদ লেনদেনের পর হাত সাবান দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে। খবর টেলিগ্রাফের। গত মাসে চীন ও দক্ষিণ কোরিয়া ব্যাংক নোটকে ভাইরাসমুক্ত করার প্রক্রিয়া শুরু করে। করোনা ছড়িয়ে পড়া রুখতে তারা এই কাজ করছে।
চীনের কেন্দ্রীয় ব্যাংক একটি সংবাদ সম্মেলনে জানিয়েছে, আলট্রাভায়োলেট লাইট বা উচ্চ তাপমাত্রা ব্যবহারের মাধ্যমে ব্যাংক নোটগুলি জীবাণুমুক্ত করা হচ্ছে। এবং পুনরায় নগদ এসব টাকা ব্যবহারের পূর্বে ১৪ দিন সিল করে সংরক্ষণ করা হচ্ছে। তবে এমন কোনো পদ্ধতি গ্রহণের পরিকল্পনা নেই বলে যুক্তরাজ্যের একটি ব্যাংক জানিয়েছে। যুক্তরাজ্যের ওই ব্যাংকটির মুখপাত্র বলেন, যেকোনো দেশের মতো নগদ অর্থের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। তবে পলিমার নোট এক্ষেত্রে কার্ড ও হাতলের মতই কাজ করে।
মঙ্গলবার পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে নিহত হয়েছেন ৩২০২ জন এবং আক্রান্তের সংখ্যা ৯০ হাজারের বেশি। চীনে করোনার প্রভাব কমতে শুরু করলেও বিশ্বের অন্যান্য দেশে তা দ্রুত ছড়িয়ে পড়ছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, ইরান, ইতালি। এছাড়া যুক্তরাষ্ট্রেও আক্রান্ত ও নিহতের সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত বিশ্বের ৭০টিরও আন্তর্জাতিক ডেস্কবেআন্তর্জাতিক ডেস্কশি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।