জাতীয়বাংলাদেশলিড নিউজ

ব্যক্তি অপরাধী ধরতেই সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম

এ বি এন এ : অপরাধীদের তথ্যভাণ্ডার তৈরি করে ব্যক্তি অপরাধীকে আইনের আওতায় আনতেই সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম নামের একটি সফটওয়্যার ব্যবহৃত হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রমনা মডেল থানায় সফটওয়্যারের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, এ সফটওয়্যার ব্যবহার করে ইতিমধ্যে চুরি, ডাকাতিসহ অনেকগুলো আলামতবিহীন (ক্লুলেস) মামলার রহস্য উদঘাটিত হয়েছে। এ জন্য রাজধানীর প্রত্যেক নাগরিককে তথ্য নিয়ে পুলিশকে সহায়তার অনুরোধ জানান কমিশনার আছাদুজ্জামান মিয়া। যেসব বাড়ির মালিক ভাড়াটিয়াদের তথ্য দেননি, তাদের দ্রুত তথ্য দেওয়ার অনুরোধ জানান। অন্যথায় ওই সব মালিকদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Share this content:

Related Articles

Back to top button