জাতীয়বাংলাদেশলিড নিউজ

ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

এবিএনএ : সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী রোববার (৩০ এপ্রিল) তিনি হাওর এলাকা পরিদর্শন করবেন।

বুধবার বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি নাহিদ হাসান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বড় ধরনের কোনো জনসভা করবেন না প্রধানমন্ত্রী। তবে হাওর এলাকা পরিদর্শন শেষে ত্রাণ বিতরণ করার কথা রয়েছে। ত্রাণ বিতরণ কার্যক্রম কোথায় হবে তা নির্ধারিত হয়নি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে আজ সন্ধ্যায় এক প্রস্তুতিমূলক সভার আহ্বান করা হয়েছে।

এর আগে ক্ষতিগ্রস্ত হাওরবাসীকে দেখতে গত ১৬ এপ্রিল কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। হেলিকপ্টারে দুর্গত হাওর পরিদর্শন শেষে ওদিন সন্ধ্যায় স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন রাষ্ট্রপতি। সার্কিট হাউজে রাতযাপন শেষে পরদিন আবারও হাওর পরিদর্শন শেষে বঙ্গভবনে ফেরেন তিনি।

Share this content:

Related Articles

Back to top button