জাতীয়বাংলাদেশলিড নিউজ

বা‌গেরহা‌টে অ‌গ্নিকা‌ন্ডে ৫টি দোকান ভ‌ষ্মিভুত

এবিএনএ: বা‌গেরহা‌ট শহ‌রের ফলপ‌ট্টি মো‌ড়ে অ‌গ্নিকা‌ন্ডে ৫টি দোকান ভ‌ষ্মিভূত হ‌য়ে‌ছে। এ‌তে কমপ‌ক্ষে ৫০ লাখ টাকার ক্ষ‌তি হ‌য়ে‌ছে। ‌রোববার রাত দেড়টার দি‌কে এই অ‌গ্নিকা‌ন্ডের ঘটনা ঘ‌টে। ত‌বে কেউ হতাহত হয়‌নি। বা‌গেরহাট ম‌ডেল থানার সে‌কেন্ড অ‌ফিসার এস আই হিরন জানান, রাত দেড়টার দি‌কে আগুন দে‌খে স্থানীয়রা ফায়ার সা‌র্ভিস‌কে খবর দেয়। প‌রে ফায়ার সা‌র্ভিস ঘটনাস্থ‌লে গি‌য়ে আগুন নিয়ন্ত্র‌নে আ‌নে। ততক্ষ‌নে ৫টি মু‌দি দোকান ভ‌ষ্মিভূত হয়। এ‌তে কমপ‌ক্ষে ৫০ লাখ টাকার ক্ষ‌তি হ‌য়ে‌ছে। বৈদ্যু‌তিক সর্টসা‌র্কিট থে‌কে আগু‌নের সুত্রপাত হয় ব‌লে প্রাথ‌মিক ভা‌বে ধারনা করা হ‌চ্ছে। বা‌গেরহাট ফায়ার সা‌র্ভি‌সের স্টেশন কর্মকর্ত সঞ্জয় দেব নাথ ভোর ৫ টায় ঘটনাস্থল থে‌কে জানান, খবর পে‌য়ে বা‌গেরহাট ফায়ার সা‌র্ভি‌সের ৩টি ইউ‌নিট ঘটনাস্থ‌লে গি‌য়ে পৌ‌নে একঘন্টা চেষ্টা ক‌রে আগুন নিয়ন্ত্র‌নে আ‌নে। এরম‌ধ্যে ৫টি মু‌দি দোকান ভ‌ষ্মিভুত হয়। ত‌বে প‌লি‌থিন জাতিয় দাহ্য বস্তু থাকায় আগুন সম্পূর্ন নেভা‌তে কিছুটা সময় লে‌গে‌ছে। ত‌কে তারা কেউ তাতক্ষ‌নিক ভা‌বে ক্ষ‌তিগ্রস্থ‌দের নাম জানা‌তে পা‌রেন নি।

Share this content:

Back to top button