
গত বুধবার রাজধানীর বেসরকারি স্কয়ার হাসপাতালে মন্ত্রীর স্ত্রী রিক্তাকে ভর্তি করা হয়।
এ ব্যাপারে জাতে চাইলে রেলমন্ত্রী মজিবুল হক এ বি এন একে বলেন, মাঝেমধ্যেই রিক্তাকে শারীরিক চেকাপের জন্যে হাসপাতালে নেয়া হয়। এরই অংশ হিসেবে বুধবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ফলোআপ চিকিৎসা চলছে।
কবে নাগাদ তিনি সন্তানের বাবা হচ্ছেন- জানতে চাইলে রেলমন্ত্রী বলেন, ওই বিষয়ে এখনও দিন-তারিখ নির্ধারণ হয়নি।
তবে মন্ত্রীর ঘনিষ্ঠ সূত্র জানায়, রিক্তা গর্ভধারণের নয়মাস পার করেছেন। চিকিৎসকরা চলতি মাসের শেষ সপ্তাহে সম্ভাব্য তারিখ দিয়ে রেখেছিলেন। আর তাই মা হওয়ার জন্য নির্ধারিত সময়েই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, চিরকুমার মুজিবুল হক ২০১৪ সালের ৩১ অক্টোবর ৬৭ বছর বয়সে রিক্তাকে (৩২) বিয়ে করে তার নিঃসঙ্গ জীবনের অবসান ঘটন। এ ঘটনায় দেশজুড়ে তুমুল আলোড়ন সৃষ্টি হয়।
Share this content: