আমেরিকা

ট্রাম্পকে ভোট দিয়ে অনুশোচনায় ভুগছে সমর্থকরা!

এবিএনএ : গত নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার এই জয়ের পেছনে তার ভক্ত-সমর্থকরা প্রধান ভূমিকা রাখেন।

তবে সেই সমর্থকরাই এখন বেশ অনুশোচনায় ভুগছেন তাকে ভোট দিয়েছেন বলে। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে বিভিন্ন পোস্টে সমর্থকদের মধ্যে এই অসন্তোষের গন্ধ পাওয়া গেছে। খবর ইনডিপেনডেন্ট এর।

সমর্থকদের অনুশোচনার পেছনের কারণ হিসেবে দেখা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করার পর বিভিন্ন নির্বাচনী প্রতিজ্ঞা থেকে সরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। এতে ক্ষেপেছেন তাঁর অনেক সমর্থক। সমর্থকদের অনেকেই বলছেন, ট্রাম্প নির্বাচনের আগে করা বিভিন্ন প্রতিজ্ঞা, জয় লাভ করার পর ভঙ্গ করেছেন।

একজন সমর্থক টুইট করেছেন,  ‘ট্রাম্প আসলে হেরে গেছেন। তাকে দেখে মনে হচ্ছে, তিনি জানতেন না কী ঘটতে যাচ্ছে। আমি আমার ভোটের জন্য দুঃখ প্রকাশ করছি। ’

আরেকজন লিখেছেন, ‘হিলারিকে আটকের বিষয়টা কী হলো?  আমি কি আমার ভোট ফিরিয়ে নিতে পারি? তুমি মিথ্যা বলেছিলে। ’

আরেক সমর্থক পোস্ট করেছেন, ‘আমি আমার ভোট ফিরিয়ে নিতে চাই। এর থেকে গ্যারি জনসনকে ভোট দেওয়া ভালো ছিল।

Share this content:

Related Articles

Back to top button