
এবিএনএঃ নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গার্ড অব অনার প্রদান করেছে প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্টের সুসজ্জিত একটি দল। বঙ্গভবনের ক্রেডেনশিয়াল মাঠে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়। আগের দিন সোমবার বেলা ১১টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনে সদ্য সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের উত্তরসূরি মো. সাহাবুদ্দিনের রয়েছে আইন পেশা, বিচারালয় ও দুদকে দায়িত্ব পালনের অভিজ্ঞতা।
এদিকে দুপুরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি। সেখান থেকে এসে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করবেন তিনি। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করতে যাওয়ার সূচি রয়েছে তার। গত ১২ ফেব্রুয়ারি দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার ও সাবেক জেলা ও দায়রা জজ ৭৩ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ।
বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদে পরোক্ষ ভোটে। সংসদ সদস্যরাই এই নির্বাচনে ভোট দেন। তবে মো. সাহাবুদ্দিন একমাত্র প্রার্থী হওয়ায় আর ভোটাভুটির প্রয়োজন পড়েনি। প্রতিদ্বন্দ্বী কেউ না থাকায় ১৩ ফেব্রুয়ারি মো. সাহাবুদ্দিন দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বলে ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সেদিনই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।
Share this content: