আইন ও আদালতবাংলাদেশলিড নিউজ

প্রশ্ন ওঠায় ৫৭ ধারা বাতিল করা হচ্ছে: আইনমন্ত্রী

এবিএনএ : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ৫৭ ধারা মানুষের বাকস্বাধীনতা হরণ করছে এমন প্রশ্ন উঠেছে। এজন্য এটি বাতিল করা হবে।রোববার দুপুরে হবিগঞ্জে নবনির্মিত জুডিশিয়াল ভবন উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘এ আইনটি স্পষ্টকরণে নতুন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করা হচ্ছে। এতে কারও বিরুদ্ধে অন্যায়ভাবে অহেতুক ব্যবস্থা নেয়ার কোনো ব্যবস্থা থাকবে।’
৫৭ ধারা বাতিলে চলমান মামলাগুলোর ভাগ্য সম্পর্কে তিনি বলেন, ‘একটি আইন বা এর কোনো ধারা বাতিল হলে, তার স্থলে নতুন যে আইনটি হবে তার আলোকে ব্যবস্থা নেয়া হবে।’
এ সময় শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার বিচার সম্পর্কে আইনমন্ত্রী বলেন, ‘এটি যাতে খুব তাড়াতাড়ি ন্যায়বিচারের সব আইনি প্রক্রিয়া শেষ করে এবং দ্রুত যাতে বিচার শেষ করা হয় প্রসিকিউশন সে ব্যবস্থা নেবে।’
পরে তিনি পায়রা ও বেলুন উড়িয়ে ভবন উদ্বোধন করেন। এরপর আইনমন্ত্রী জেলা আওয়ামী লীগ আয়োজিত সুধী সমাবেশ ও জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

Share this content:

Related Articles

Back to top button