রাজনীতি

হার্টে ৫টি ব্লক, ওপেন হার্ট সার্জারিতে যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

শনিবার সকালে ইউনাইটেড হাসপাতালে ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি হবে—দলীয় নেতারা হাসপাতাল সফরে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন

এবিএনএ:  জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে পাঁচটি ব্লক ধরা পড়ায় তাকে শনিবার সকালে ওপেন হার্ট সার্জারির মুখোমুখি হতে হচ্ছে।
শুক্রবার মগবাজারের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

তিনি জানান, রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ডা. শফিকুর রহমানের হৃদরোগ নির্ণয়ে দেখা যায় হৃদপিণ্ডে পাঁচটি ব্লক রয়েছে। তার চিকিৎসায় অধ্যাপক ডা. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড কাজ করছে। চিকিৎসকদের মতে, তার জন্য ওপেন হার্ট সার্জারিই সবচেয়ে নিরাপদ বিকল্প
এ কারণে শনিবার সকালে অপারেশনের সময় নির্ধারণ করা হয়েছে।

ডা. শফিকুর রহমান বর্তমানে হাসপাতালেই অবস্থান করছেন এবং তার মোবাইল ফোন ব্যবহারে সীমাবদ্ধতা রাখা হয়েছে। তিনি নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের হাসপাতাল সফর না করার অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তৃতাকালে তিনি দু’বার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে বসে বক্তৃতা সম্পন্ন করেন তিনি। এরপর কয়েকদিন বিশ্রামের পর রংপুর, খুলনা ও মৌলভীবাজারে দলীয় কার্যক্রমে অংশ নেন। কিন্তু নতুন করে অসুস্থ হয়ে বুধবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে পরীক্ষায় হৃদযন্ত্রে ব্লকের তথ্য জানা যায়।

দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান দলীয় প্রধানের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসী ও কর্মীদের কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, আবদুল হালিম ও মোয়াযযম হোসাইন হেলাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button