আমেরিকালিড নিউজ

মিডিয়াকে লাল কার্ড দেখালেন ট্রাম্প

এবিএনএ: ২০২৬ বিশ্বকাপ নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। বিশ্বকাপ নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেখা করেন ফিফা সভাপতি ইনফান্তিনো। ট্রাম্পের জন্য বেশ কিছু উপহার নিয়ে গিয়েছিলেন ফিফা সভাপতি। যার মধ্যে একটি জার্সি, হলুদ কার্ড, লাল কার্ডও ছিল। ফিফা সভাপতি অনেকটা মজা করেই বলেন, ট্রাম্প ভবিষ্যতে মিডিয়ার সামনে কথা বলার সময় কার্ড ব্যবহার করতে পারেন, ‘আরেকটি বিষয়, আপনি জানেন ফুটবলে আমাদের রেফারি থাকে, ঠিক? এবং তাদের কাছে থাকে কার্ড, হলুদ ও লাল কার্ড। হলুদ কার্ড দেখানো হয় সতর্ক করতে এবং যখন আপনি কাউকে বের করে দিতে চাইবেন (লাল কার্ড দেখাতে পারেন)… আমি জানি না, এটা দরকারী হবে কি না।’ জবাবে ট্রাম্প বলেন, ‘এটা খুবই ভালো। আমি এটা পছন্দ করি’- এই বলেই হোয়াইট হাউসে উপস্থিত সাংবাদিকদের দিকে লাল কার্ড উঁচিয়ে ধরেন ট্রাম্প। ১৯৯৪ সালের পর যুক্তরাষ্ট্রে ফিরছে বিশ্বকাপ। ট্রাম্প বলেন, ‘দীর্ঘদিন পর সকার ফিরছে এখানে। আমি জানি আপনারা এটাকে ফুটবল বলেন, কিন্তু এখানে আমরা এটাকে সকার বলে থাকি। কোনোদিন তারা নামটা পরিবর্তন করবে? আমি নিশ্চিত নই, দেখা যাক। এটা খুব ভালোভাবে কাজ করে।’
ফিফা সভাপতিকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, ‘এখানে আসার জন্য ইনফান্তিনোকে ধন্যবাদ জানাতে চাই আমি। তিনি ফিফা সভাপতি এবং খুবই সম্মানী ব্যক্তি। সকার বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান খেলা এবং আপনি সত্যিই খুব দারুণভাবে আপনার কাজটা করে যাচ্ছেন।’ ‘২০২৬ সালে আমি এখানে (প্রেসিডেন্ট হিসেবে) থাকব না। তারা মেয়াদ বাড়াবে? যদি তারা তা না করে মিডিয়া খুব বিরক্তিকর হবে’- যোগ করেন ট্রাম্প।

Share this content:

Back to top button