বিনোদনলিড নিউজ

নতুন রুপে বিদ্যা

এবিএনএ : দীর্ঘ সময় ধরেই তার কোন হিট ছবি হাতে নেই। ‘বেগম জান’ হয়েও ফল বিশেষ  মেলেনি। তবে তা বলে দমে যাওয়ার পাত্রী নন বিদ্যা বালান। নতুন উদ্যমে ফের বড় পর্দায় আসতে চলেছেন অভিনেত্রী। এবার তাকে দেখা যাবে এক গৃহবধূর চরিত্রে। সুলোচনা ওরফে সুলু। তুমহারি সুলু। প্রকাশ্যে এলো তারই ফার্স্টলুক।  পোস্টারে লাল শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছেন বিদ্যা। হাতে তার রয়েছে একগাদা পুরস্কার। আবার একটি বাজারের থলেও রয়েছে। কেবল বিদ্যার মুখটিই দেখা যাচ্ছে না। তবে বোঝাই যাচ্ছে এক গৃহবধূর চরিত্রে অভিনয় করতে চলেছেন নায়িকা। ছবিতে গৃহবধূ থেকে রেডিও জকি হয়ে উঠবেন বিদ্যা। আর তার এই সফরে শামিল হবেন নেহা ধুপিয়া, মানব কল ও আর জে মালিশকা। ছবি সম্পর্কে বিস্তারিত না জানালেও নিজের ক্যাপশনেই একটুখানি হিন্ট দিয়েছেন বিদ্যা। জানিয়ে দিয়েছেন সমস্ত প্রতিযোগিতায় সুলুই জয়ী। এ ছবিটি মুক্তি পাবে ডিসেম্বরে। তবে তার আগেই এটিকে ঘিরে বিদ্যার উত্তেজনার শেষ নেই। কারণ নতুন রুপে এখানে তাকে পাওয়া যাবে। বর্তমানে এ ছবির প্রচারণাতেই বেশিরভাগ সময় কাটছে তার। নিজের ক্যারিয়ারের একটি মাইলফলক হিসেবেই এ ছবিটিকে দেখছেন বিদ্যা।

Share this content:

Back to top button