বিনোদনলিড নিউজ

বলিউডের নতুন সেনসেশন

এবিএনএ: সার্বিয়ার এই মডেল কাজ করতে এসেছিলেন বলিউডে। নাম নাতাশ স্তানকোভিচ। ইনিই এখন বলিউডের নয়া সেনসেশন। বিগ বসের সিজন আটে এই মডেল এসেছিলেন। সেখান থেকেই হিন্দি শেখার শুরু।

বিগ বসের পরই বেশ কিছু হিন্দি বিজ্ঞাপণী ছবিতে কাজ করেছেন নাতাশা। বাদশার সঙ্গে ‘ডিজেওয়ালে বাবু’ মিউজিক ভিডিয়োতে অভিনয়ের মাধ্যমেই ভাইরাল হয়ে ওঠেন তিনি।

নাতাশা অসাধারণ এক জন নৃত্যশিল্পী। ২০১৩ সাল থেকে ১১টি বলিউড ছবিতে কাজ করেছেন নাতাশা।কখনও ক্যামিও হিসাবেও এসেছেন পর্দার সামনে। প্রকাশ ঝা’র সত্যাগ্রহ দিয়ে পর্দায় আত্মপ্রকাশ নাতাশার।

ইনস্টাগ্রাম জুড়ে নাতাশার ফলোয়ারের সংখ্যা বেড়েই চলেছে। নভেম্বরেই মুক্তি পাচ্ছে হরর ফিল্ম ‘লুপ্ত’। এই ছবির একটি গানের ভিডিয়ো প্রকাশিত হল সম্প্রতি। তাতে দেখা গিয়েছে নাতাশাকে। উর্মিলা মার্তণ্ডকরের ছবির ‘ভূত হু ম্যায়’ গানটিকে নতুনভাবে নির্মাণ করা হয়েছে। ক্যাটরিনা কইফের ‘হামশকল’-ও বলেছেন অনেকে নাতাশাকে।

Share this content:

Related Articles

Back to top button