জাতীয়বাংলাদেশলিড নিউজ

ডেঙ্গুতে আক্রান্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি

এবিএনএ : এ বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দ্রুতই বাড়ছে। এবার জানা গেল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো। আজ সোমবার জাতিসংঘের আবাসিক কার্যালয়ের (ইউএনআরসি) এক কর্মকর্তা জানান, এ তথ্য নিশ্চিত করেছে।

ওই কর্মকর্তা আরও জানান, কয়েক দিন ধরেই জ্বরে ভুগছিলেন জাতিসংঘের এই আবাসিক সমন্বয়কারী। ডাক্তারি পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত। তবে হাসপাতালে ভর্তি হননি মিয়া সেপ্পো। তিনি আপাতত অফিস করছেন না এবং চিকিৎসকের পরামর্শে এখন পূর্ণ বিশ্রামে রয়েছেন বলেও জানান ইউএনআরসি কর্মকর্তা।

সরকারি হিসাবে, মে মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১৮৪ জন। জুন মাসে তা বেড়ে হয় ১ হাজার ৭৭০। আর এ মাসের প্রথম ১৮ দিনে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৩ হাজার ৪৬১। এ বছর মোট আক্রান্ত হয়েছে ৫ হাজার ৫৪৬ জন।

Share this content:

Back to top button