
এবিএনএ : সংবিধান লঙ্ঘন করে নিজস্ব ব্যবসার মাধ্যমে বিভিন্ন দেশের সরকারের কাছ থেকে অর্থ গ্রহণ করার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করার উদ্যোগ নিয়েছেন কংগ্রেসের ডেমোক্র্যাট পন্থী প্রায় ২০০ আইনপ্রণেতা।
তাদের অভিযোগ, এভাবে বিদেশি অর্থ গ্রহণের মাধ্যমে ট্রাম্প সংবিধান লঙ্ঘন করছেন। যুক্তরাষ্ট্রের সংবিধানের বেতন-ভাতাসংক্রান্ত ধারা অনুযায়ী কংগ্রেসের অনুমোদন ছাড়া এ রকম অর্থ বা উপহারসামগ্রী গ্রহণ নিষিদ্ধ।
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল এবং ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল এ অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করবেন বলে সম্প্রতি এ ঘোষণা দেন। মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে একসঙ্গে এত বেশি আইনপ্রণেতার একযোগে আইনি পদক্ষেপ নেওয়ার ঘটনা এটিই প্রথম।
হোয়াইট হাউস অবশ্য ডেমোক্রেটিক আইনপ্রণেতাদের ওই অভিযোগ অস্বীকার করেছে। মার্কিন প্রেসিডেন্টের মুখপাত্র শন স্পাইসার বলেছেন, এই মামলার নেপথ্যে পক্ষপাতদুষ্ট রাজনীতি থাকতে পারে। মার্কিন বিচার বিভাগ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে আগে তারা বলেছে, প্রেসিডেন্টের ব্যক্তিগত সামর্থ্যের বিরুদ্ধে মামলা করাটা অসাংবিধানিক।
সিনেটের অন্তত ৩০ জন এবং প্রতিনিধি পরিষদের ১৬৬ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা ট্রাম্পের বিরুদ্ধে এই মামলা করার উদ্যোগে যোগ দিয়েছেন। প্রতিনিধি পরিষদের সদস্য জন কনিয়ার্স বলেন, অন্তত ২৫টি দেশে ট্রাম্পের এ রকম ব্যবসা আছে। মনে হচ্ছে, তিনি মুনাফা সর্বোচ্চ পর্যায়ে নিতে প্রেসিডেন্টের ক্ষমতা কাজে লাগাচ্ছেন।
Share this content: