আইন ও আদালতবাংলাদেশলিড নিউজ

জাবালে নূরের মালিক শাহাদৎ গ্রেফতার

এবিএনএ: রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় বাসটির মালিককে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১ এর একটি দলের অভিযানে গ্রেফতার শাহাদৎ হোসেনকে এখন তাদের হেফাজতে রাখা হয়েছে। বুধবার বিকেল গণমাধ্যমে পাঠানো র‌্যাব সদর দফতরের এক এসএমএসে এতথ্য জানানো হয়।এতে বলা হয়, বিমানবন্দর সড়কে বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় দুর্ঘটনা ঘটানো বাসের মালিক শাহাদৎ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। গত রোববার কুর্মিটোলায় বিমানবন্দর সড়কে রাস্তায় দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর উঠে পড়ে জাবালে নূর পরিবহনের একটি বাস।এতে ঘটনাস্থলেই নিহত হয় শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ওরফে রাজীব (১৭) এবং একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম (১৬)।রাস্তায় বাসচাপায় শিক্ষার্থী হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রোববার থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছে। এতে যান চলাচল বন্ধ হয়ে পুরো ঢাকা কার্যত স্থবির হয়ে পড়েছে।বুধবারও ফার্মগেট, মোহাম্মদপুর, টঙ্গি ও শনির আখড়াসহ বিভিন্ন স্থানে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।এরই মধ্যে গ্রেফতার জাবালে নূর পরিবহনের চালক মাসুম বিল্লাহকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে আদালত। বাতিল করা হয়েছে জাবালে নূর পরিবহনের রুট পারমিট ও নিবন্ধন।

Share this content:

Related Articles

Back to top button