আমেরিকালিড নিউজ

জাতিসংঘ অধিবেশনে প্রথমবারের মতো কোনো শিশু

এবিএনএ: জাতিসংঘ অধিবেশনে প্রথমবারের মতো অংশ নিল কোনো শিশু। নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাকিন্ডা আরডার্ন সোমবার প্রথমবারের মতো জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেন। ভাষণের আগে তিনি তিন মাস বয়সি কন্যাশিশু নিয়ে অধিবেশনে যোগ দেন। জাতিসংঘের ইতিহাসে কোনো নারীর শিশু নিয়ে অধিবেশনে যোগ দেওয়ার প্রথম ঘটনা এটি। এর ফলে এটি কোনো শিশুর জন্য জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার প্রথম রেকর্ড। জাতিসংঘে যোগ দেওয়ার জন্য অবশ্য শিশুটির ‘ইউএন আইডি’ বা ‘জাতিসংঘ পরিচয়পত্র’ করতে হয়েছে। জাতিসংঘে ভাষণ দেওয়ার আগে কন্যা নেভে তে আরোহার সাথে খেলা করতে দেখা যায় জাকিন্ডা আরডার্নকে। এ সময় জাকিন্ডার সাথে ছিলেন তার স্বামী ক্লার্ক গেফোর্ড। জাকিন্ডা ভাষণ দেওয়ার সময় গেফোর্ডকে শিশুটিকে সামলাতে দেখা যায়।

ইতিহাসে জাকিন্ডা দ্বিতীয় নারী নেত্রী যিনি রাষ্ট্রের শীর্ষ পদে থাকাকালীন সন্তান জন্ম দিয়েছেন। গত ২১ জুন কন্যা নেভে তে আরোহাকে জন্ম দেন তিনি। সোমবার জাতিসংঘে নেলসন মেন্ডেলা শান্তি সম্মেলনে ভাষণ দেন জাকিন্ডা। ভাষণে তিনি তার দেশে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতার ব্যাপক প্রভাবের কথা উল্লেখ করেন। জাতিসংঘের মুখপাত্র স্টেফেন ডুজারিক বলেন, ‘প্রধানমন্ত্রী আরডার্ন দেখাচ্ছেন যে, একজন কর্মজীবী মায়ের চেয়ে নিজ দেশকে প্রতিনিধিত্ব করার যোগ্য কেউ নেই।’

Share this content:

Related Articles

Back to top button