
এবিএনএ: #মিটু’র পালে আরেকবার হাওয়া দিলেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্রী রেড্ডি। একজন বড় অভিনেতার বিরুদ্ধে মুখ খুলেছেন এই অভিনেত্রী। সেই অভিনেতার নাম না বললেও পাবলিক টয়লেটের মতো তাকে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যগুলো নিজ নিজ প্রতিবেদনে বেশ ফলাও করে ছেপেছে শ্রী রেড্ডির এই অভিযোগ। এমনকি নিজের ফেসবুকেও একটি পোস্ট করেন এই অভিনেত্রী।
পোস্টটিতে শ্রী রেড্ডি লিখেছেন, ‘তিনি আমাকে পাবলিক টয়লেটের মতো ব্যবহার করেছেন। এই ধারা এখনও চলছে। আমি মানসিকভাবে বিপর্যস্ত। তিনি আমার ক্যারিয়ার ধংস করে দিতে চাইছেন। আমি আমার হৃদয় দিয়ে কোনো কাজ করতে পারছি না বিশ্বাস করুন আপনারা। এগুলো আমার উপর বাজে প্রভাব ফেলছে। একজন তামিল হিরো আমার পেশাজীবনকে নষ্ট করতে চাইছেন। তিনি অনেক বড় অসচ্চরিত্রের ব্যক্তি। আমি কি এই পৃথিবীতে বাঁচার জন্য আসিনি?’ তবে এ বারেই প্রথম নয়। এর আগেও কাস্টিং কাউচ নিয়ে সরব হয়েছিলেন এই অভিনেত্রী। এক বার প্রকাশ্যে উর্ধাঙ্গ উন্মোচন করে বিক্ষোভ করেছিলেন তিনি। এ জন্য নানা বিতর্কেও পড়তে হয়েছে তাকে।
Share this content: