বিনোদন

‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’-এর ট্রেলারে শৈশবের ছোঁয়া (ভিডিও)

এবিএনএ : সেই ছোটবেলার রূপকথার গল্প। এক দৈত্যর দুর্গে নিজের বাবাকে খুঁজতে আসবে তরুণী বেলা। কিন্তু বাবাকে বাঁচাতে গিয়ে সম্মুখীন হবে এক ভয়ানক দৈত্যের। এরপরই পাল্টে যাবে গল্পের প্রেক্ষাপট। ভয় এবং হিংস্রতা জয় করবে ভালবাসা। ভালবাসা এক হিংস্র জন্তুকে বানিয়ে দেবে সেই পুরনো রাজপুত্র।

রূপকথার গল্প ‘বিউটি অ্যান্ড দ্যা বিস্ট’ অবলম্বনে ডিজনির প্রযোজনায় আসছে ‘বিউটি অ্যান্ড দ্যা বিস্ট’ ছবিটি। আর সেই ছবিরই ফাইনাল ট্রেলার মুক্তি পেল সম্প্রতি। দুর্দান্ত অ্যানিমেশন, ছোটবেলার মিষ্টি রূপকথার গল্প আর সেই টানটান প্রেমকাহিনী মেশানো এই ছবির ট্রেলার এক কথায় অনবদ্য। দেখুন সেই ছবির ট্রেলার-

Share this content:

Back to top button