বিনোদন

বিগ বসে এবার ‘সানি লিওন টু’!

এবিএনএ : রিয়েলিটি শো ‘বিগ বস-১০’ এ এবার সানি লিওন টু এর সন্ধান পাওয়া গেছে। বিগ বস সিজন ফাইভে এসে সানি লিওন যা করেছিলেন  ঠিক তেমনটাই এবার বিগ বস দশের ঘরে করছেন লোপামুদ্রা রাউত।  সানি মানেই যেমন তাপমাত্রা উষ্ণতা ছড়াতো ঠিক তেমনই লোপাও করছেন। পোলডান্স থেকে পুলের ধারে বিকিনিতে কোমর দোলানো সবই করছেন লোপামুদ্রা। লোপামুদ্রাকে এখন অনেকেই ডাকছেন সানি লিওন টু নামে। লোপা ব্যাপারটা উপভোগও করছেন।  লোপামুদ্রা এখন বিগ বস টেন হাউসের সেক্স কোশেন্ট হয়ে গিয়েছেন। বিগ বসের ঘর এখন দুটো দলে বিভক্ত। একদিকে, টিম বানি। অন্যদিকে, টিম লোপামুদ্রা। দুই টিমের দায়িত্ব হল ভাইরাল ভিডিও তৈরি করে সানি লিওনের মত সবার মনে জায়গা করে নেয়া।

Share this content:

Back to top button