বিনোদনলিড নিউজ

ক্যাটরিনার সাথে ‘ডেটিং’ করতেন মুকেশ আম্বানির ছেলে! (ভিডিও)

এবিএনএ : মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানি নাকি এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। পাত্রী শ্লোক মেহতা নাকি আকাশ আম্বানির সাথে একই স্কুলে পড়তেন। সেই সূত্রেই নাকি এবার আকাশ এবং শ্লোককে মিলিয়ে দিতে চাইছে আম্বানি পরিবার। কিন্তু, বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সাথেও নাকি ডেটিং করতেন আকাশ আম্বানি।

বেশ কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ২০১৬ সালে এক পার্টিতে একসাথে দেখা যায় আকাশ এবং শ্লোককে। অমিতাভ বচ্চনের বাড়ির দিওয়ালি পার্টিতে আকাশের সাথে দেখা যায় ক্যাটরিনাকে। এরপর ওই দু’জন একসঙ্গে অনিল কাপুরের বাড়ির দিওয়ালি পার্টিতেও হাজির হন। যা নিয়ে বেশ কানাঘুষো শুরু হয়। কিন্তু, বিষয়টি নিয়ে ওই সময় কোনও মন্তব্য করেননি আকাশ এবং ক্যাটরিনা কেউই।

দিওয়ালি পার্টিতে সাদা রঙের কুর্তা, পাজামা পরে হাজির হন আকাশ। এবং, আইভরি শাড়িতে সবার চোখ ঝলসে দিয়ে সেখানে হাজির হন ক্যাটরিনা কাইফ। শুধু তাই নয়, ওইদিন অনিল কাপুরের বাড়িতে রণবীর কাপুর হাজির হলে, তার সাথে দূরত্ব বজায় রেখে আকাশের সাথেই অনেক সময় দেখা যায় ক্যাটরিনা কাইফকে।

https://youtu.be/3PiLhllIrdk?t=73

Share this content:

Back to top button